.এটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা WikitanvirBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৪০, ১৮ নভেম্বর ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করছে, কোনো সমস্যায় পরিচালককে জানান)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
.এটি
nic.at
প্রস্তাবিত হয়েছে১৯৮৮
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিনিক.এটি
প্রস্তাবের উত্থাপকনিক.এটি
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত  অস্ট্রিয়া
বর্তমান ব্যবহারঅস্ট্রিয়ায় অত্যন্ত জনপ্রিয়
নিবন্ধনের সীমাবদ্ধতা.gv.at.ac.at এই দুটি ডোমেইন নাম ছাড়া আর কোন বাধ্যবাধকতা নেই।
কাঠামোনিবন্ধন সরাসরি দ্বিতীয় স্তরে অথবা দ্বিতীয় স্তরের অধীনে তৃতীয় স্তরে।
নথিপত্রনিয়মাবলী ও শর্ত (ইংরেজি)
বিতর্ক নীতিমালাঅক্টোবর, ২০০৮ থেকে নাই[১]
ওয়েবসাইটনিক.এটি
ডিএনএসসেকহ্যাঁ

.এটি অস্ট্রিয়ার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। এটি নিয়ন্ত্রণ করে থাকে নিক.এটি

দ্বিতীয় স্তরের ডোমেইন[সম্পাদনা]

.এটি দ্বিতীয় স্তরের টপ লেভেল ডোমেইন। .এটি এর আওতায় সরাসরি নিবন্ধ করা যায়। ইংরেজি অক্ষরের ডোমেইন নামের জন্য আবেদন করতে হয় যা .এটি দ্বারা শেষ হয়। .এটি ডোমেইন নাম ডোমেইন হ্যাকেও ব্যবহার করা হয়। .এটি এর আগের নামটি অবশ্যই তিন অক্ষরের হতে হবে। যেমন, কেউ তার নিজের নামের জন্য আবেদন করলে তা অবশ্যই তিন অক্ষর (bor.at) হতে হবে। আন্তর্জাতিক ডোমেইন নাম নিবন্ধনের জন্য অঅবেদনও গ্রহণ করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Legal issues"। ১৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩ 
  2. "Charset & Converter"। ১০ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]