+++ to secure your transactions use the Bitcoin Mixer Service +++

 

বিষয়বস্তুতে চলুন

ওয়াল স্ট্রিট মন্দা, ১৯২৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯২৯ সালের ওয়াল স্ট্রিট ধস (ইংরেজি: The Wall Street Crash of 1929) ব্ল্যাক টুয়েসডে বা মহামন্দা হিসেবেও বেশ আলোচিত।  স্টক মার্কেট ধস ১৯২৯ সাল নামেও ঘটনাটিকে ইতিহাসে বর্ণনা করা হয়। এ ঘটনার সূত্রপাত হয় ১৯২৯ সালের ২৪ অক্টোবর। সেই দিনে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা কিনা মহামন্দার আভাস হিসেবে স্বীকৃত। এই ঘটনার প্রভাবে লন্ডন স্টক এক্সচেঞ্জেও সেপ্টম্বর মাসে ধস দেখা যায়। এসব ঘটনা পশ্চিমা দুনিয়াতে তখন ১২ বছরব্যাপি অর্থনৈতিক সংকট তৈরি করেছিল।

১৯২৯ সালের দুর্ঘটনার পর ওয়াল স্ট্রিটে জনগণের ভিড়